বিবিধ

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশার দুর্ঘটনায় শাহিন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। সিএনজি চালক মো. ফিরোজ মিয়া (৪৫) আহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) রাত ১টার দিকে মাতুয়াইল মেডিকেল কলেজের সামনে ইউ-টার্নে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন যাত্রাবাড়ীর সানারপাড় এলাকার শামসুল হকের ছেলে।
স্থানীয় পথচারীরা আহত অবস্থায় শাহিন ও ফিরোজ মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ভোর ৩টার দিকে চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। আহত চালক ফিরোজ মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক থানার ভারপ্রাপ্ত পরিদর্শক মো. ফারুক বলেন, “লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।”