যশোরে তিন টন নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা ধ্বংস
যশোরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রায় তিন টন নিষিদ্ধ আফ্রিকান মাগুরা মাছের পোনা ধ্বংস ও দুই অসাধু ব্যবসায়ীকে জরিমানা করেছে র্যাব। সোমবার রাতে যশোর সদরের চাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে এই পোনা জব্দ করে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এম নজিউর রহমান জানান, রাত সাড়ে ৯টার দিকে। সোমবার র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম নজিউর রহমান ও যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস ও যশোর সদরের সিনিয়র মৎস্য কর্মকর্তার সমন্বয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। . তারা নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পোনা প্রায় তিন টন ওজনের দুটি ট্রাক জব্দ করে ধ্বংস করেছে।
এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাগিব গ্রামের রিপন হোসেন ও যশোরের চাঁচড়া ডালমিল এলাকার জয়নাল আবেদীনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।