মোটরসাইকেলের ধাক্কায় ট্রাকচাপা, ২ জন নিহত
গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। গতকাল রবিবার (৯ নভেম্বর) রাত ১০:৪৫ মিনিটে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের সদর উপজেলার সাতপার পশ্চিমপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেল আরোহী সরোজ ভট্টাচার্য (৬০), সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে এবং মোটরসাইকেল চালক বিজয় বিশ্বাস (২২), একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে। গোপালগঞ্জ বাউলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরোজ ও বিজয় গতকাল রাতে মোটরসাইকেলে করে টেকেরহাট গ্রামের উদ্দেশ্যে রওনা হন। রাত ১০:৪৫ মিনিটে তাদের মোটরসাইকেল সাতপার পশ্চিমপাড়া গ্রামে পৌঁছালে রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস ভর্তি ট্রাকের পিছনে ধাক্কা লাগে। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বিজয় বিশ্বাসের মৃত্যু হয়। সরোজ ভট্টাচার্য নামে ওই আরোহীকে কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ সকালে নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা জানান, নিহত বিজয় বিশ্বাস একজন ভাড়াটে মোটরসাইকেল চালক ছিলেন।

