মেট্রোরেল চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চললো
রাজধানীতে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর পর্যন্ত ট্রেন চলাচল করে। শুক্রবার সকাল ১০ টার দিকে মেট্রো রেল ৬ টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে।
প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোরেল প্রথমবারের মতো এই রুটে চলাচল শুরু করেছে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের প্রকল্প ব্যবস্থাপক এবিএম আরিফুর রহমান বলেন, মেট্রোরেল ডিপো থেকে পল্লবী স্টেশনে নিরাপদে চলছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে থামালাম। আমি সবকিছু ভালভাবে পরীক্ষা করেছি।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনে কাজ শেষ হয়েছে সেখানে আগামী রবিবার আবার ট্রায়াল ভিত্তিতে মেট্রোরেল চালানো হবে।
যদিও মেট্রোরেল রবিবার থেকে পরীক্ষামূলক ভিত্তিতে চলবে, যাত্রীদের নিয়ে মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের ডিসেম্বরের দিকে উদ্বোধন করা হবে। সেই সময় উত্তরা-আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলবে। সেই রুটেই ট্রেনটি প্রস্তুতিমূলকভাবে চালানো হয়।
উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও হয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংকে মেট্রোরেল চলবে। তারপর এটি কমলাপুর পর্যন্ত প্রসারিত হবে। আগামী বছরের ডিসেম্বরে আগারগাঁও পর্যন্ত প্রথম অংশ খোলা হবে।
দেশের ইতিহাসে মেট্রোরেলের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বিদ্যুতের সাহায্যে দেখানো হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশ ইলেকট্রিক ট্রেনের যুগে প্রবেশ করেছে।