মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকরা প্রত্যাহারের দাবিতে রেললাইনে শুয়ে পড়েন
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে লালপুরে রেললাইন অবরোধ করে মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কেন্দ্রীয় কমিটির যুগ্ম দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতা-কর্মীরা। আজ বুধবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল করেন।
এ সময় শত শত নেতা-কর্মী ও সমর্থক রেললাইনে শুয়ে বিক্ষোভ করেন। তারা প্রায় আধা ঘন্টা ধরে এই কর্মসূচি পালন করেন। পুতুলের প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর আগে, উপজেলা মহিলা কলেজ থেকে হাজার হাজার নেতা-কর্মী একটি প্রতিবাদ মিছিল বের করেন।
কর্মীরা জানান, মনোনয়ন পাওয়ার পরপরই আমাদের ছাত্রদলের একজন কর্মীকে মারধর করে রক্তাক্ত করা হয়েছে। আমরা এই মনোনয়ন গ্রহণ করি না। টিপু ভাই আমাদের যোগ্য নেতা। তিনি এই লালপুর-বাগাতিপাড়া আসনের ত্যাগী নেতা। আমরা চাই তাকে ধানের শীষে এই আসনে মনোনয়ন দেওয়া হোক।
গোপালপুর পৌরসভা বিএনপির প্রাক্তন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের প্রাক্তন সাধারণ সম্পাদক ওহাদুর রহমান সরকার, উপজেলা বিএনপির প্রাক্তন যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান আরিফ এ সময় উপস্থিত ছিলেন।

