ভোট শেষে বোঝা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না: তৈমুর
স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপির সাবেক নেতা ও আইনজীবী তৈমুর আলম খন্দকার বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শেষ হলেই স্পষ্ট হবে নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না।
রোববার সকালে ভোটগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় হাতি প্রতীকের প্রার্থী তৈমুর আলম বলেন, ভোট শেষ হলেই বোঝা যাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে ইসলামিয়া ফাজিল কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন তৈমুর আলম খন্দকার। এরপর কেন্দ্রের বাইরে সাংবাদিকদের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি।
এ সময় তৈমুর বলেন, “এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে চলছে। আমি লাখো ভোটে জিতব।’
ভোট দেওয়ার আগে সকাল ৮টার দিকে আদর্শ বিদ্যালয় কেন্দ্রের প্রতিটি বুথ পরিদর্শন করেন তিনি।