ভোক্তা অধিকারের অভিযান, ভ্যানে করে ডাব নিয়ে পালিয়েছে বিক্রেতারা
ডেঙ্গু রোগীদের বেশি করে ডাবের পানি খাওয়ানোয় চট্টগ্রামে ডাবের চাহিদা বেড়েছে। এতে বাজারে অস্থিরতা তৈরি হয়। এ উপলক্ষে বিক্রেতারা ৭০-৮০ টাকার ডাব বিক্রি করছেন ২০০ টাকায়। চড়া দামে ডাব বিক্রির তদন্ত শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে বিক্রেতারা ভ্যান ফেলে পালিয়ে যায়। মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে এমন দৃশ্য দেখা যায়।
ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও অবৈধভাবে ডাব মজুদ করায় দুই বিক্রেতাকে ভোক্তা অধিকার ত্রিশ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মো. ফয়েজ উল্লাহ বলেন, অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে রোগীদের জিম্মি করে রেখেছে। অভিযানে তার প্রমাণও পাওয়া গেছে। চমেক হাসপাতালের সামনে এক ব্যবসায়ী ৪ থেকে ৫টি রেখে বাকিগুলো মজুদ করে রেখেছেন। এসব ডাব বিক্রি হলে পরে সংরক্ষিত ডাব এনে বেশি দামে বিক্রি করেন। তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর এক বিক্রেতাকে ৬০ টাকায় ডাব কিনে ৯০ টাকায় বিক্রি করায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, অভিযানের খবর পেয়ে অন্য ডাব বিক্রেতারা ডাব ফেলে পালিয়ে যায়।