দেশে ফিরলেন ভারত থেকে মুক্তি পাওয়া ৯০ জন জেলে ও নাবিক
ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ৭৮ জেলে ও নাবিকসহ ৯০ বাংলাদেশি। তারা পিয়ার নং-এ পৌঁছেছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী চ্যানেলে ১৫. এ ছাড়া বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি মাছ ধরার জাহাজও ফিরেছে।
এর আগে রোববার বিকেলে পশ্চিম আন্তর্জাতিক জলসীমায় ভারতে আটক ৯০ জন বাংলাদেশি জেলে/নাবিক এবং বাংলাদেশে আটক ৯৫ জন ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বাংলাদেশের সাগরে মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড ৭৮ জেলে ও নাবিককে দুটি ট্রলারসহ আটক করে। ঘটনার পরদিন খুলনার হিরণ পয়েন্ট এলাকায় সাগর থেকে ট্রলারসহ তাদের আটক করা হয় বলে মালিক ও নৌ-পরিবহন অধিদপ্তর নিশ্চিত করে।
আটক জাহাজ দুটি হলো ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’। এফভি লায়লা-২ ট্রলারটি এসআর ফিশিং নামে একটি কোম্পানির মালিকানাধীন। এফভি মেঘনা-৫ ট্রলারটি সিএন্ডএফ এগ্রো লিমিটেডের মালিকানাধীন।
এফভি লায়লা-২ ট্রলারটি মাছ ধরার জন্য ২৭ নভেম্বর সমুদ্রে গিয়েছিল। ২০ ডিসেম্বর ঘাটে ফেরার কথা ছিল। ট্রলারে ৪১ জন নাবিক রয়েছে। এফভি মেঘনা-৫ ট্রলারটি ২৪ নভেম্বর সমুদ্রে গিয়েছিল। ১৪ ডিসেম্বর ফেরার কথা ছিল। জাহাজে ৩৭ জন নাবিক রয়েছে।
ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে। পরে তাদের ওড়িশার পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে তাদের কারারুদ্ধ করা হয়।
এ ছাড়া গত ১২ সেপ্টেম্বর প্রতিকূল আবহাওয়ায় বাংলাদেশি মাছ ধরার নৌকা ‘এফভি কৌশিক’ ডুবে যায়। নৌকায় থাকা ১২ বাংলাদেশী জেলেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আটক করে এবং পরে অনুপ্রবেশের দায়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
Do Follow: greenbanglaonline24