ভারতে একদিনে ২ লাখ ৭২ হাজার করোনা আক্রান্ত হয়েছে
ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় দুই লাখ ৮২ হাজার মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এই সময়ে ৪৪১ জন মারা গেছে। এর আগে মঙ্গলবার, ২ লাখ ৩৮ হাজার মানুষ সংক্রামিত হয়েছিল এবং ৩১০ জন মারা যান।
বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
করোনা শনাক্তের হার বেড়ে হয়েছে ১৫.১৩ শতাংশ। এর আগে মঙ্গলবার সংক্রমণের হার ছিল ১৪ দশমিক ৪৩ শতাংশ।
দেশে এখন পর্যন্ত ৩ কোটি ৭৯ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৮৭ হাজার মানুষ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক লাখ ৮৮ হাজার ১৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৫৫ লাখ ৮৩ হাজার মানুষ। এখনও চিকিৎসা নিচ্ছেন ১৮ লাখ ৪০ হাজার মানুষ।
এদিকে দেশে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বুধবার পর্যন্ত, দেশে সংক্রামিত মানুষের সংখ্যা ৮,৯৬১-এ দাঁড়িয়েছে।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩৩ কোটি ৫৩ লাখ মানুষকে সংক্রামিত করেছে। মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৭৩ হাজার মানুষের।