রাজনীতি

ভারতকে বাংলাদেশ নিয়ে ‘মাতাবোরি’ বন্ধ করতে বললেন গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের বিষয়ে কথা না বলে ভারতকে নিজেদের বিষয়ে খেয়াল রাখতে বলেছেন। ভারতের উদ্দেশে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান না নিয়ে নিজের ঘর নিজেই সামলাবেন।

শুক্রবার বিকেলে রাজধানীর দয়াগঞ্জে গণসমাবেশের আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতকে উদ্দেশ্য করে গয়েশ্বর আরও বলেন, ‘নিজের ঘরের যত্ন নিন, পাশের বাড়ির অপবাদ দেওয়া বন্ধ করুন। যেখানে ১৮ কোটি মানুষ সেখানে শেখ হাসিনার বাঁচার জন্য কেউ টিকতে পারবে না।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবেন না। তার অধীনে কোনো নির্বাচন হবে না। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ভারত যদি ২০১৪-এর মতো ২০১৮-এর মতো আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়- এ দেশের ১৮ কোটি মানুষ চ্যালেঞ্জ ছাড়বে না।

গয়েশ্বর আরও বলেন, ‘আজ কোন দেশ কী বলছে তাতে কিছু যায় আসে না। আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের গণতন্ত্র রক্ষা করতে হবে।

সরকারের পদত্যাগের দাবিতে এক দফা দাবি হিসেবে এ কর্মসূচি দিয়েছে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ভয়ে মুখ শুকিয়ে গেছে। টেলিভিশনে দেখবেন, এখন মুখে হাসি নেই। কম চকচকে পোশাক পরুন। বিদেশে যারা বাড়ি তৈরি করেছেন তারা কীভাবে রক্ষা করবেন তা নিয়ে চিন্তিত।