ব্রিটিশ হাইকমিশনারের বাসায় জাপা নেতারা
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। বুধবার বারিধারায় হাইকমিশনারের বাসায় যান বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
এ সময় তার সঙ্গে ছিলেন জাপা সাধারণ সম্পাদক মুজিবুল হক চুন্নু, চেয়ারম্যানের উপদেষ্টা মসরুর মাওলা প্রমুখ। জাপার প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশনার জিএম কাদেরকে স্বাগত জানান। তারা দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থ-সামাজিক উন্নয়ন এবং দুই দেশের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর টম বার্গে।
জাপা সাধারণ সম্পাদক বলেন, ‘এটি ছিল সৌজন্য সাক্ষাৎ।
মুজিবুল হক চুন্নু বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। তবে সুনির্দিষ্ট কিছু বলার মতো কোনো আলোচনা হয়নি।’
উন্নয়ন গণতন্ত্রের নামে জাতিকে প্রতারিত করা হচ্ছে।
এদিকে বুধবার বনানীতে নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানে জিএম কাদের বলেন, উন্নয়নমূলক গণতন্ত্রের নামে কিছু লোক গণতন্ত্রের অপব্যাখ্যা করতে চায়। তাদের বক্তব্য, ‘আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।’
আসলে উন্নয়ন গণতন্ত্র বলে কিছু নেই। এর নামে জাতিকে প্রতারিত করা হচ্ছে। নির্বাচন গণতন্ত্রের প্রবেশদ্বার। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র অসম্ভব। গণতন্ত্র নিশ্চিত হলে উন্নয়ন নিশ্চিত হবে।
এ অনুষ্ঠানে জাপা চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন ডাঃ মঞ্জুর এ খোদা। এ সময় জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।