ব্রাজিলের কোচের পদ ছাড়ছেন তিতে
চলতি বছরের ডিসেম্বরে কাতারে বিশ্বকাপের পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। কাতারে ফলাফল যাই হোক না কেন, দায়িত্ব ছাড়ছেন । বিশ্বকাপ জয়ের পর নেইমারদের কোচ পদত্যাগ করছেন বলে দেশটির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন তিতে।
ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন সেটাই দেখার বাকি। ব্রাজিলের ফুটবলের রিতি হলো স্থানীয় কোচকে দায়িত্ব দেওয়া। ২০১৬ সাল থেকে ব্রাজিলিয়ান ফুটবলের দায়িত্বে রয়েছেন তিতে। তবে এখনও বিশ্বকাপ জেতা হয়নি, বড় টুর্নামেন্টের ব্যর্থতা তাকে এত বড় আসন দিতে পারেনি।
ব্রাজিলের স্পোর্টস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা নিয়ে কথা বলার সঠিক সময় নয়। তবে বিষয়টি আড়াল করতে চাই না। বিশ্বকাপের শেষ পর্যন্ত কোচ থাকব।
টিটোর তত্ত্বাবধানে ব্রাজিল ২০১৯ কোপা আমেরিকা শিরোপা জিতেছে। তার অধীনে ব্রাজিল জিতেছে ৫১টি ম্যাচে। মাত্র ৫টিতে হেরেছে। ১৩টি ম্যাচ ড্র হয়েছে।