ব্যাংকের কাউন্টার থেকে লাখ টাকা চেকবই লাইসেন্স নিয়ে গেল চোর
ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে দিনে দুপুরে গ্রাহকের লাখ টাকা, চেকবই, পেনশন বই, ব্যবসার লাইসেন্স, ছোট ভাইয়ের চিকিৎসাপত্র নিয়ে গেছে চোর। ব্যাংকের ভেতর নিরাপত্তা ও সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়ে চুরির ঘটনা ঘটে। গত বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর শাহ জালাল ইসলামি ব্যাংকের ওয়াসা মোড় শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংকের সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা ধরা পড়েছে।
চুরির ঘটনায় গতকাল বৃহস্পতিবার নগরীর খুলশী থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী গ্রাহক ব্যবসায়ী জুলফিকার আহমেদ। ১৮৬০ সালের প্যানাল কোডের ৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
নগরীর খুলশী থানার ওসি রুবেল হাওলাদার আমাদের সময়কে জানান, বুধবার দুপুরে শাহ জালাল ব্যাংকের ওয়াসা শাখায় টাকা জমা দিতে যান ব্যবসায়ী জুলফিকার আহমেদ। এসময় তিনি টাকা, চেকবই, পেনশন বই, লাইসেন্সসহ একটি প্যাটেক ক্যাশ কাউন্টারে রেখে ব্যাংক একজন কর্মকর্তার সঙ্গে কথা বলতে যান। এতে দেখেন তার প্যাকেট নেই। গতকাল মামলা দায়ের হয়েছে। ঘটনা উদঘাটন ও টাকাসহ হারানো দলিলাদি উদ্ধারের চেষ্টা চলছে।
জুলফিকার আহমেদের ভাই দিলশাদ আহমেদ বলেন, ব্যাংকের নিজস্ব নিরাপত্তা রক্ষীর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ফাঁকি দিয়ে কিভাবে গ্রাহকের টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় সেটা বোধগম্য নয়। নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকার কারণে ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরি হয়।
তিনি বলেন, টাকা জমা দেওয়ার জন্য আমার ভাই জমা স্লিপ লিখেছে। যে শাখায় টাকা পাঠাবে সেই শাখার কোড নাম্বার জানা না থাকায় একজন কর্মকর্তার কাছে জানতে চান। ফিরে দেখেন টাকাসহ প্যাকেট নেই। প্যাকেটে ১ লাখ ১০ হাজার টাকা, একটি চেক বই, আমার বাবার পেনশন বই, ব্যবসায়ীক লাইসেন্স ও আমার ছোট ভাইয়ের চিকিৎসাপত্র ছিল। বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তিত।
এদিকে ব্যাংকের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পঞ্চাষোর্ধ খাকি রঙের হাফ শার্ট পরা একজন লোক ব্যাংকের কর্মকর্তার কাছে একটি কাগজ প্রদর্শন করছেন। প্যাকেটটি নিয়ে বের হয়ে দ্রুত গতিতে ফুটপাত দিয়ে হেটে চলে যাচ্ছেন। খাটি প্যাকেটের ভেতরে হাত দিয়ে কিছু একটা বের করছেন।