বেগমগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নোয়াখালীর বেগমগঞ্জে মাদক বিক্রির ৪০০ পিস ইয়াবা ও পাঁচ হাজার টাকাসহ একাধিক মাদক মামলার এক আসামিকে গ্রেফতার করেছে ডিবির জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আবুল হাসান বাবলু (৪০) বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউপির ৭নং একলাশপুর গ্রামের জমাদার বাড়ি খালপাড় এলাকার আবুল হাসেমের ছেলে।
আজ বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টার দিকে ডিবির টিম মাইজদী-২ মোড়ের পাকা সড়ক সংলগ্ন বেগমগঞ্জে মধ্যম শ্রমিকের বাড়ির প্রবেশপথে উপস্থিত হয়ে এসআই (অব.) মোহাম্মদ আক্তার হোসেন ও এসআই মোহাম্মাদ আক্তার হোসেনের সহায়তায় অভিযান চালিয়ে আবুল হাসান বাবলুকে আটক করে। এ সময় তার হেফাজতে ইয়াবা বিক্রির ৪০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট ও নগদ পাঁচ হাজার টাকা জব্দ করা হয়।
এদিকে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গ্রেফতারকৃত আবুল হাসান বাবলু একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাবলুকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Do follow: greenbnaglaonline24ac