• বাংলা
  • English
  • আন্তর্জাতিক

    বিহারে শিবমন্দিরে পদপিষ্ঠ  হয়ে ৭ জনের মৃত্যু

    ভারতের বিহারে একটি মন্দিরে পদদলিত হয়ে তিন নারীসহ সাতজন নিহত হয়েছেন।

    ঘটনাটি ঘটেছে রবিবার রাতে জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ মন্দিরে।

    সিদ্ধনাথ মন্দির বিহার রাজ্যের অন্যতম জনপ্রিয় শিব মন্দির। বছরের অন্য সময়ের তুলনায় এখানে শ্রাবণ মাসে বেশি ভিড় থাকে। শিবপূজা উপলক্ষে রবিবার রাতে ওই মন্দিরে বহু ভক্তের সমাগম ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্দিরে নিয়ন্ত্রণ ব্যবস্থা ভালো না থাকায় অনেক স্বেচ্ছাসেবক ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একপর্যায়ে ভিড় বেড়ে গেলে পুণ্যার্থীদের ধাওয়া দেওয়া হয়। লাঠিচার্জও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর এই লাঠিচার্জের কারণে তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় ভক্তরা পদদলিত হয়ে মারা যান। আহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে ধারণা করা হচ্ছে।

    মর্মান্তিক ঘটনার পর সোমবার সকালে মন্দির চত্বরে ভিড় জমায় নিহতদের স্বজনরা। তবে লাশগুলোর পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

    আহতদের চিকিৎসার জন্য জেহনাবাদ ও মখদুমপুরে নিয়ে যাওয়া হয়েছে। কীভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা তদন্ত করে দেখবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে জেলা প্রশাসক অলংকৃত পান্ডে জানান, পরিস্থিতি আপাতত স্বাভাবিক রয়েছে।