বিবস্ত্র গার্মেন্টস কর্মীকে রাস্তা থেকে উদ্ধার ধর্ষণের পর হত্যাচেষ্টার অভিযোগ
সোমবার সন্ধ্যায় পোশাক কারখানায় ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন এক নারী শ্রমিক। ফেরার পথে চারজন তাকে থামায়। এরপর তারা তাকে টেনে পাশের একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। বিভিন্ন বয়সী চার পোশাক শ্রমিক ওই নারীর শরীরের কাপড় ছিঁড়ে, হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে এবং নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে রাখে। বিষ পান করেই ওই নারীকে হত্যার চেষ্টাও করা হয়। সোমবার রাত ১২টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধান গ্রামে ওই নারীকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করলে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
নির্যাতনের শিকার ওই ছাত্রীর বোন বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আমার বোন জানান, নাজমুল, রফিক, গ্রামের খোকন ও সাহেদ তাকে নির্যাতন করে।কীটনাশক পান করে হত্যার চেষ্টাও করা হয়েছে।একপর্যায়ে তাকে উলঙ্গ করে রাস্তায় ফেলে রাখা হয়।আমার বোন ভালো নেই।এ কারণে আমি থানায় লিখিত অভিযোগ করতে পারিনি। একটু সুস্থ হলে থানায় মামলা করব।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তানসেন চৌধুরী বলেন, “খবর পেয়ে আমরা ওই নারীকে রাস্তা থেকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ধর্ষণের পর বিষ খাইয়ে হত্যার চেষ্টা করে বলে শুনেছি। ওই নারীর সারা শরীর ভিজে গেছে।স্বজনরা জানান, তাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।তবে বুধবার রাত ১০টা পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি বা মামলা করতে আসেনি। .
শ্রীপুর থানার পরিদর্শক মোহাম্মদ মনিরমানুজ্জামান বলেন, অভিযোগ পেলে মামলা করা হবে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয় এবং নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তার চিকিৎসা করা হয়। নির্যাতিতা নারীর স্বজনদের সঙ্গে যোগাযোগ রয়েছে।