• বাংলা
  • English
  • বিবিধ

    বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ মিস্ত্রী নিহত

    চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ পারভেজ (৩৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন। সোমবার উপজেলার কেনোচিয়া ইউনিয়নের মুহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।

    নিহত পারভেজ ওই এলাকার বজল আহমদ মাস্টারের ছেলে।

    স্থানীয়রা জানান, পারভেজ রাজ রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষে পাশের একটি পুকুর থেকে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    সাতকানিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. জহির উদ্দিন জানান, এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।

    মন্তব্য করুন