বিবিধ

বিদ্যুৎস্পৃষ্ট মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়ের

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়। বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) এবং মেয়ে আয়েশা বেগম (২৩)। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ করা হচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশা থেকে ব্যাগ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে আয়েশা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মৃতদেহ উদ্ধার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নাচোল থানার ওসি মনিরুল ইসলাম।