• বাংলা
  • English
  • রাজনীতি

    বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে- মেয়র শাহাদাত

    বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে দলের সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল বিকেলে কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মাঠে চন্দনাইশ ও দোহাজারী বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রামের নবনির্বাচিত মেয়র ডাঃ শাহাদাত হোসেন এসব কথা বলেন। মেয়র আরও বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকার আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে মাঠে নামতে দেয়নি। অনেক নেতাকর্মী জেল খাটছেন। তারপরও আমরা দেশ ছেড়ে পালিয়ে যাইনি। তবে শেখ হাসিনা গোপনে নেতাকর্মীদের ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। এখন সে ভারতে বসে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তবে তাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম এ হাসেম রাজু, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান, মহানগর বিএনপি নেতা আবু বক্কর প্রমুখ।

    Do Follow: greenbanglaonline24