• বাংলা
  • English
  • জাতীয়

    বাজারে মাইকে চাঁদাবাজির ঘোষণা, সেই যুবদল নেতাকে বহিষ্কার

    নেতার কর্মী-সমর্থকরা মুখে লাল কাপড় বেঁধে ও অস্ত্র উঁচিয়ে যুবদল নেতার নেতৃত্বে মহড়া দেয়। এমসি বাজারে আধিপত্য বিস্তারের জন্য উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু মাইকে চাঁদাবাজির ঘোষণা দেন। এরপর বন্দুকের মুখে দোকানিদের জিম্মি করে টাকা লুটপাটের অভিযোগ ওঠে।

    গতকাল শনিবার বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজারে যুবদল নেতার হাতে এমনই চাঁদাবাজির ঘটনা ঘটেছে।

    এদিকে প্রকাশে চাঁদাবাজির অভিযোগে যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

    জানা গেছে, বহিষ্কৃত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নুরু বেপারীর ছেলে। তিনি উপজেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

    স্থানীয়রা জানান, শনিবার বিকেলে এমসি বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করতে নেতার নেতৃত্বে কর্মী-সমর্থকরা মুখে লাল কাপড় বেঁধে অস্ত্রের মহড়া দেয়। এ সময় হাত মাইকে চাঁদাবাজির ঘোষণা দেন ওই নেতা। এরপর বন্দুকের গুলিতে দোকানদারদের জিম্মি করে টাকা লুট করা হয়। এদিকে যুবদল নেতার চাঁদাবাজির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী যত দ্রুত সম্ভব চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

    উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, যুবদল নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে হ্যান্ড মাইকে চাঁদাবাজির ঘোষণা দেওয়ার সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি যুবদল কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাহাঙ্গীর আলমসহ প্রাথমিক পদের সকল সদস্যকে বহিস্কার করা হয়েছে।

    Do Follow: greenbanglaonline24