• বাংলা
  • English
  • জাতীয়

    বাংলাদেশি সাংবাদিকদের ভিসা নিয়ে মিথ্যাচারের জবাব দিলেন ফরাসি রাষ্ট্রদূত

    বাংলাদেশের কয়েকজন সিনিয়র সাংবাদিক ফ্রান্সে ভিসা চেয়েও পাননি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়ে দেন লন্ডনে অবস্থানরত একজন সম্পাদক। ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মাসদুপাউই সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় বলেছেন, খবরটি মিথ্যা।

    ফ্রান্সের রাষ্ট্রদূত লন্ডন বাংলা চ্যানেল ও সাপ্তাহিক সুরমার বিশেষ সংবাদদাতা আবদুর রব ভুট্টোর এক্স মেসেজ সোশ্যাল মিডিয়া এক্স (আগের টুইটার) এ শেয়ার করে লিখেছেন, ‘জীবনে খেলাধুলা অপরিহার্য। কেউ ফুটবল, কেউ টেনিস, কেউ ব্যাডমিন্টন বা স্কোয়াশ খেলে।

    আবদুর রব ভুট্টোর প্রতিদিনের খেলা হলো মিথ্যা ও বিভ্রান্তি।’

    আবদুর রব ভুট্টো এক্স-এ বাংলাদেশের কয়েকজন সিনিয়র সাংবাদিকের নাম উল্লেখ করে তিনি বলেন, “সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত ১০ জন সাংবাদিককে ফ্রান্সে ভিসা পাননি।যে  সাংবাদিকরা যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নীতি নিয়ে উদ্বিগ্নদের মধ্যে রয়েছেন। জানা গেছে, ফ্রান্সের প্যারিসে শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিলেন সিনিয়র সাংবাদিকরা।