• বাংলা
  • English
  • জাতীয়

    বাংলাদেশি শিল্পীদের ভারতে বয়কট করতে বললেন বিজেপি নেতা।

    পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম নেতা এবং দেশটির রাজ্যসভার (এমপি) সদস্য শমীক ভট্টাচার্য বাংলাদেশি শিল্পীদের ভারতে বয়কট করতে এবং তাদের দেশে আসা থেকে বিরত রাখতে বলেছেন। রোববার গণমাধ্যমকে তিনি এ মন্তব্য করেন।

    শমীক ভট্টাচার্য বলেন, “এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের (বাংলাদেশ) শিল্পীদের বয়কট করতে হবে। বাংলাদেশী শিল্পীদের এদেশে (ভারতে) আসা বন্ধ করতে হবে। আমাদের প্রতিবাদ করতে হবে। কেন প্রসেনজিৎ চক্রবর্তী ও গৌতম ঘোষ নেই?” এটা কি রাজনীতি নয়, আমাদের সবাইকে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ করতে হবে।

    যদিও পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি নেতার মন্তব্য নিয়ে ভিন্ন মত প্রকাশ করেছে। দলটির মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বাংলাদেশের সবাই আমাদের শত্রু নয়। কিছু দুষ্ট লোক ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে একজন ভারতীয় শিল্পী যদি বাংলাদেশের মানুষকে গান শোনাতে চান বা আমাদের বাঙালি শিল্পীরা গান শোনাতে চান। বাংলাদেশের মানুষ, শ্রোতারাও গান শোনার জন্য প্রস্তুত, তাহলে আমরা কেন এসব অশুভ ঘটনার সঙ্গে সংস্কৃতিকে যুক্ত করব?

    Do Follow: greenbanglaonline24