ফিলিপাইনে ৬.১ মাত্রার ভূমিকম্প
বুধবার স্থানীয় সময় রাত ২টায় ফিলিপাইনের মাসবাতে প্রদেশে ৬.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল মাসবেট প্রদেশের মিয়াগা গ্রামে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ কিলোমিটার গভিরে।
হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এর আগে গত বছরের অক্টোবরে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে ফিলিপাইনের উত্তরাঞ্চল। এর আগে গত বছরের জুলাইয়ে দেশটির পার্বত্য আবরা প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।