বিজ্ঞান ও প্রজক্তি

ফরিদপুরে উদ্ধার বিরল প্রজাতি হলুদ কচ্ছপ

ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ কচ্ছপ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার অম্বিকাপুর এলাকার বিশ্বাস ডাঙ্গি থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটিকে উদ্ধার করে। বর্তমানে কচ্ছপটিকে ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে বন বিভাগের জলাশয়ে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামে এক যুবক ওই এলাকার নদীর কাছে একটি খালের বন্যার পানিতে মাছ ধরছিল। এক পর্যায়ে হলুদ কচ্ছপ তার জালে ধরা পড়ে।

ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কবির হোসেন পাটোয়ারী জানান, কচ্ছপ সম্পূর্ণ নতুন প্রজাতি। এটা হলুদ কচ্ছপ ওজন প্রায় ১.৫ কেজি এবং ব্যাসর্ধ 8 ইঞ্চি।

বাগেরহাটের সুন্দর বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির হাওলাদার বলেন, এটি একটি সুন্ধিজাতীয় কচ্ছপ হতে পারে।

এর আগে ভারতের পশ্চিমবঙ্গের একটি পুকুর থেকে একটি হলুদ কচ্ছপ উদ্ধার করা হয়েছিল।

মন্তব্য করুন