• বাংলা
  • English
  • বিবিধ

    প্রবারণা পূর্ণিমা আজ

    বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা শনিবার। নির্বাণ প্রাপ্তির পর, মহামতি গৌতম বুদ্ধ আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর প্রবারণা উদযাপন করেন। সেই থেকে বৌদ্ধ ধর্মগুরুরা বর্ষাকাল শেষে দিনটি উদযাপন করে আসছেন। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত।

    মন্দকে প্রত্যাখ্যান করা এবং আত্মশুদ্ধির সাধনার মাধ্যমে সত্য ও সুন্দরকে গ্রহণ করার সংগঠন হল প্রবারণা। পূর্ণিমা তিথি আজ ভোর ৪:১৭ এ শুরু হবে এবং আগামীকাল রবিবার ১:৫৩ এ শেষ হবে।

    প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। এদিন ভিক্ষু সংঘের প্রাতঃরাশ, শিলা ও বুদ্ধপূজা সংবর্ধনা, ভিক্ষু সংঘের দান, আলোচনা সভা, ফানুস ওড়ানোসহ বিভিন্ন আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।