• বাংলা
  • English
  • জাতীয়

    পুলিশ দেখে হার্ট অ্যাটাকে আওয়ামী লীগ নেতার মৃত্যু

    পুলিশ দেখে হার্ট অ্যাটাকে লাল মিয়া (৬০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন কুসুমবাগ আবাসিক এলাকার ডেবারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ওই এলাকার রাজীব ভবনের নিচতলায় একটি মুদির দোকান চালাতেন লাল মিয়া। তিনিও একই ভবনে থাকতেন। লাল মিয়া আওয়ামী লীগের ডেবারপার শাখার যুগ্ম সম্পাদক ছিলেন।

    প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার খুলশী থানার এসআই রবিউল আলমসহ দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে লাল মিয়ার মুদি দোকানের সামনে আসেন। মামলার বিষয়ে লাল মিয়ার সঙ্গে কথা বলতে চান পুলিশ সদস্যরা। এরপর হৃদরোগে আক্রান্ত হয়ে ভয় ও আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়েন লাল মিয়া। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তবে নিহতের নিকটাত্মীয় মো: শরীফ জানান, পুলিশ এসে জোর করে চাচার সঙ্গে কথা বলে। এ সময় তিনি ভয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। খুলশী থানার ওসি মজিবুর রহমান জানান, নিহত লাল মিয়ার বিরুদ্ধে কোনো মামলা নেই। ওয়ারেন্টে থাকা আরেক আসামি সম্পর্কে তথ্য পেতে পুলিশ তার সঙ্গে কথা বলে। কথা কাটাকাটির একপর্যায়ে ভিকটিম হার্ট অ্যাটাক করেন ওসি বলেন, লাল মিয়াকে জোর করে কথা বলা হয়নি।

    Do Follow: greenbanglaonline24