পুলিশের গাড়িতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ, কব্জি হারালেন এক পুলিশকর্মী
গাজীপুরে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গাড়িতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে এক পুলিশ সদস্যের হাতের কব্জি উড়ে গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচ পুলিশ সদস্য।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পুলিশ সদস্য ফুয়াদ (২৪), উপ-পরিদর্শক প্রবীর (৪৫) ও পুলিশ সদস্য মোরশেদ (৩০)। এদিকে ফুয়াদের ডান হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে সহকারী পুলিশ কমিশনার (এডিসি) নন্দিতা আহতদের ডিএমকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে বিস্ফোরণের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোঃ আলাউদ্দিন জানান, গাজীপুর থেকে গুরুতর আহত অবস্থায় তিন পুলিশ সদস্যকে জরুরি বিভাগে আনা হয়েছে। এদের মধ্যে ফুয়াদ নামে এক পুলিশ সদস্যের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনেরও জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় পাঁচ পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য প্রবীর, ফুয়াদ ও মোর্শেদকে উন্নত চিকিৎসার জন্য ডিএমকে হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর দুই পুলিশ সদস্য আশিকুল (২৭) ও বিপুল (২৪) তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বুধবার সকালে একদলীয় আন্দোলনের পর বিকেলে আমবাগ এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও আন্দোলন শুরু করেন। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা সেখানে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।