• বাংলা
  • English
  • বিবিধ

    পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

    ঝিনাইদহে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের সেনা সদস্য শিপন মুন্সির ছেলে কাফিন (৭) ও সাফিন (৫)।

    প্রতিবেশী এনামুল হোসেন জানান, কাফিন কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র এবং সাফিন সবেমাত্র বিদ্যালয়ে যাওয়া শুরু করেছে। সকালে তারা স্কুল থেকে ফিরে বাড়ির কাছে খেলতে যায়। এক পর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। খোঁজাখুঁজির পর দুই ভাইকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাল্গুনী রানী সাহা জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

    মন্তব্য করুন