পল্লবীতে পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেটের ভেতর থেকে রক্তাক্ত লাশ উদ্ধার
রাজধানীর পল্লবী থানাধীন ১১ নম্বর সেকশন এলাকার পরিত্যক্ত সিটি কর্পোরেশন মার্কেট ভবন থেকে এক ব্যক্তির (৪০) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি।
পল্লবী থানার এসআই তোহাকুল ইসলাম আমাদেরকে বলেন, খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথা উঁচু অবস্থায় ছিল। সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। মৃত্যুর সঠিক কারণ তদন্ত করা হচ্ছে।

