পদ্মায় নিখোঁজ চীনা ইঞ্জিনিয়ার
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের কাছে বৈদ্যুতিক টাওয়ার নির্মাণে নিযুক্ত মিঃ জো (২৫) নামের একজন চীনা ইঞ্জিনিয়ার নিখোঁজ হয়েছেন। সহকর্মীদের ধারণা এই প্রকৌশলী কোনোভাবে পদ্মায় পড়ে তলিয়ে গেছেন। মঙ্গলবার রাত আটটার দিকে তিনি নিখোঁজ হন।
চীনা ইঞ্জিনিয়াররা লৌহজং উপজেলার শিমুলিয়া নং ৩ নম্বর ফেরি টার্মিনাল বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় একটি জাতীয় গ্রিড বৈদ্যুতিক টাওয়ার নির্মাণের কাজ করছেন।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবির জানান, নিখোঁজ ইঞ্জিনিয়ারের শিফট চলছিল। জো কাজ করতে গিয়ে নিখোঁজ হন। শ্রমিকরা টাওয়ারের বিশাল জায়গাতে শেড তৈরি করে থাকতেন। তিনি এখান থেকে কাজে অংশ গ্রহণ করতেন। জরুরী পরিস্থিতিতে তিনি নৌকায় করে উপকূলে আসতেন।
চারদিকে তল্লাশির পর কর্মকর্তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বুধবার মধ্যরাত থেকে দুপুর বারোটা পর্যন্ত সেনাবাহিনীর ৯৯ টি সংমিশ্রনের ১৯ বীর ইউনিট, কোস্টগার্ড মাওয়া স্টেশন, মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি ও দমকল বাহিনী পদ্মার বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে।