বাংলাদেশ

ন্যাশনাল আইডি কার্ডে নামের ভুল, ভোগান্তিতে জেমি বিনতে আরোহি

ন্যাশনাল আইডি কার্ডে নামের ভুল আসায় ভোগান্তিতে পড়েছেন জেমি বিনতে আরোহি নামের এক নারী।
তিনি জানান, জাতীয় পরিচয়পত্রে নিজের নামের বানান ও অংশ ঠিকভাবে না আসায় সরকারি-বেসরকারি বিভিন্ন কাজে সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে ব্যাংক একাউন্ট খোলা, পাসপোর্ট করা, চাকরির আবেদন, সম্পত্তি হস্তান্তরসহ ও বিভিন্ন নথি যাচাইয়ের সময় বিড়ম্বনার শিকার হচ্ছেন তিনি। সম্প্রতি ন্যাশনাল আইডি কার্ডে নামের ভুল দিন দিন বেড়েই চলেছে।
জেমি বিনতে আরোহি অভিযোগ করেন, একাধিকবার সংশোধনের আবেদন করলেও এখনো সঠিকভাবে নাম সংশোধন হয়নি। এ অবস্থায় জরুরি কাজকর্মেও দেরি হচ্ছে।
এ বিষয়ে ভুক্তভোগীর দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে তার এনআইডিতে সঠিক নাম নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন।