দেশজুড়ে

নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা ইলিশ মাছ ধরতে যান

গতকাল শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। তারপর থেকে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে জেলেরা ইলিশ মাছ ধরছেন। তবে দীর্ঘদিন নদীতে নামার পরও কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ না পেয়ে যা পাচ্ছেন তাতেই জেলেরা সন্তুষ্ট। জালে ইলিশ ধরা কম থাকলেও, কোড়ল, পাঙ্গাস, পোয়াসহ বিভিন্ন মাছ আশানুরূপভাবে ধরা পড়ছে।
ভোলার জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞার পর তারা পূর্ণ আশা নিয়ে দলবদ্ধভাবে নদীতে যাচ্ছেন। যদি আরও ৭-৮ দিন ইলিশসহ বর্তমান পরিমাণ মাছ ধরা পড়ে, তাহলে ঋণ পরিশোধ করা সম্ভব হবে। উল্লেখ্য, সরকার গত ৪ অক্টোবর ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশসহ সকল ধরণের মাছ ধরা নিষিদ্ধ করে, কারণ এটি ইলিশের প্রধান প্রজনন মৌসুম।