নিউরন স্পোর্টিং ক্লাব এর ক্রিকেট টুর্নামেন্ট প্রিমিয়ার লীগ-২০২৫
মহান বিজয় দিবস এবং নিউরন স্পোর্টিং ক্লাব এর ২ যুগপূর্তি উদযাপন উপলক্ষ্যে উত্তর আগ্রাবাদ,পানওয়ালা আয়োজিত আন্ত: ক্লাব শট পিচ ক্রিকেট টুর্নামেন্ট প্রিমিয়ার লীগ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
নিউরন স্পোর্টিং ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ ইমন এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আমির সোহেলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল করিম, ব্যারিস্টার এম মোস্তাক হোসেন, এডভোকেট গালিব চৌধুরী,মোহাম্মদ জাফর (সর্দার), শেখ মনির আহম্মেদ, (সর্দার) ও ফিরোজ আহমেদ।
অতিথিরা আয়োজনের প্রশংসা করেন এবং নিউরন স্পোর্টিং ক্লাব ২ যুগে পর্দাপণ করায় আন্তরিক অভিন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এ ধরনের টুর্নামেন্ট তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে, সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং মাদকসহ নানা অপসংস্কৃতি থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য প্রমুখ ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ওয়ারিয়স্ অফ নিউরন ও কিংস্ অফ নিউরন। চূড়ান্ত লড়াইয়ে কিংস্ অফ নিউরনকে ৪৮ রানে পরাজিত করে ওয়ারিয়স্ অফ নিউরন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

