নারায়ণগঞ্জের বসুন্ধরা সিমেন্ট কারখানায় ৬ শ্রমিক দগ্ধ
নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট কারখানায় বয়লার রুমে কয়লা ছিটকে পড়ে কমপক্ষে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানিয়েছেন যে, গতকাল শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মদনগঞ্জের বসুন্ধরা সিমেন্ট কারখানায় এই ঘটনা ঘটে।
তিনি বলেন, “কারখানার পক্ষ থেকে প্রথমে আমাদের জানানো হয়নি। পরে আমরা জানতে পেরে তাদের সাথে যোগাযোগ করলে কারখানা কর্তৃপক্ষ জানায় যে বয়লার রুমের চুল্লিতে কয়লা রাখার সময় গরম কয়লা ছিটকে পড়ে কয়েকজন শ্রমিকের উপর পড়ে। এতে ছয়জন দগ্ধ হয়েছেন।” তিনি আরও বলেন, “কয়লা তাদের উপর ছিটকে পড়লেও আগুন লাগেনি। ফলস্বরূপ, তারা আমাদের জানায়নি। তদন্তের পরে বিস্তারিত জানানো যাবে।” আহতদের রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে, ডাঃ শাওন বিন রহমান বলেন।
তিনি বলেন, ‘৬ জনের সকলেরই শ্বাসকষ্ট হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আহত নাহিদ ইসলাম (২২) ৪০ শতাংশ, তাজুল ইসলাম (৩৫) ১২ শতাংশ, তোরাব আলী (৫৫) ১৬ শতাংশ, আতিকুর রহমান (৪৪) ২৭ শতাংশ, কামরুল হাসান (৪৫) ২৬ শতাংশ এবং ফেরদৌস (৩৫) ১০ শতাংশ পুড়ে গেছেন এবং তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।’ কারখানার সিনিয়র এক্সিকিউটিভ (অ্যাডমিন) আব্দুর রহিম তার মোবাইল ফোনে বলেন, ‘সন্ধ্যা ৬:১৫ টার দিকে গরম কয়লা ছিটকে সামনের ছয় শ্রমিক দগ্ধ হন। কারখানার তত্ত্বাবধানে তাদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে আনা হয়।’

