দেশজুড়ে

নাটোরে স্ত্রী হত্যায় স্বামীকে যাবজ্জীবন

নাটোরের লালপুর উপজেলার একটি আদালত তার স্ত্রী লতা খাতুনকে হত্যার দায়ে স্বামী সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তাকে ৫০,০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ সোহাগ তালুকদার বুধবার (২০ আগস্ট) বিকেলে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সিরাজুল লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়ার মৃত আবদুস সালামের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম ২০০৯ সালে একই উপজেলার রাম নারায়ণপুরের হেলাল উদ্দিনের মেয়ে লতা খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই সিরাজুল তার স্ত্রীকে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে নির্যাতন করতেন। এরপর ২০২০ সালের ২৭ এপ্রিল স্থানীয় জোকাদহ বটতলা এলাকায় লতা খাতুনের লাশ পাওয়া যায়। পরের দিন লতার বাবা লালপুর থানায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেন। আরও জানা যায়, তদন্তের এক পর্যায়ে জানা যায় যে লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে লতার বাবা সিরাজুল ইসলামকে আসামি করে লালপুর থানায় অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণ করে শুনানি ও সাক্ষ্য গ্রহণের পর আজ এই রায় দেন।