বাংলাদেশ

নাটোরে রেললাইনে তালা-শেকল, নাশকতার আশঙ্কা

নাটোরের নলডাঙ্গায় তালা ও শিকল বসিয়ে রেল লাইন ভাঙার চেষ্টা করা হয়েছে। তবে কোনও দুর্ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার (৩ আগস্ট) রাতে উপজেলার মাধনগর রেল স্টেশনের কাছে পলাশীতলায় এই ঘটনা ঘটে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্বৃত্তরা স্টেশনের দক্ষিণ পাশে শিকল ও তালা লাগিয়ে নাশকতার চেষ্টা করেছে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ও শিকল ভেঙে ফেলে। প্রসঙ্গত, শিকল ও তালা বসানোর সময় ট্রেনটি অন্য লাইনে চলাচল করায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।