• বাংলা
  • English
  • আন্তর্জাতিকবিবিধ

    দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দিকে আরএসএস-সমর্থিত মিছিল

    ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সহযোগী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর সমর্থনে দিল্লির নাগরিক সমাজ ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের দিকে একটি প্রতিবাদ মিছিল করেছে। মঙ্গলবার দুপুর ১২টার পর দিল্লির চাণক্যপুরী থানার টিন মূর্তি চক থেকে মিছিল শুরু হয়।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মিছিলে তিন থেকে চার হাজার মানুষ অংশ নেন। বিভিন্ন বয়সের পুরুষদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারীও যোগ দেন।

    বিক্ষোভ মিছিলের প্রায় সবাইকে প্ল্যাকার্ড হাতে দেখা যায়। প্ল্যাকার্ডে বেশ কিছু স্লোগান লেখা ছিল- ‘বাংলা বাঁচাও, বাঙালি বাঁচাও, সনাতন বাঁচাও’, ‘বাংলাদেশ, একাত্তরের কথা ভাবো, নিপীড়ন বন্ধ করো! বাংলাদেশী হিন্দুদের বাঁচান’।

    Do Follow: greenbanglaonline24