দাবি পূরণে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্তরা স্বয়ংসম্পূর্ণ চাকরির নিয়ম প্রণয়ন না করলে আগামী ৩ কার্যদিবসের মধ্যে মেট্রোরেল পরিচালনা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।
গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ হুঁশিয়ারি দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমটিসিএলে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা চাকরির নিয়ম প্রণয়নের জোরালো দাবি জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে, ডিএমটিসিএল-এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত খসড়া চাকরির নিয়মাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং খসড়া চাকরির নিয়ম সংশোধন সাপেক্ষে শীঘ্রই একটি বোর্ড সভা আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরির নিয়ম প্রণয়নের আশ্বাস দিয়েছেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর এক চিঠিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বয়ংসম্পূর্ণ সেবা বিধিমালা প্রণয়নের নির্দেশনা দেন। কিন্তু ৫ মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে আজ পর্যন্ত তা প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ সেবা বিধির অভাবে ডিএমটিসিএলের দুই শতাধিক দেশি-বিদেশি প্রশিক্ষিত দক্ষ কর্মকর্তা-কর্মচারী চাকরি থেকে পদত্যাগ করেছেন। ফলে মেট্রোরেলের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার আশঙ্কা রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, আগামী তিন কার্যদিবসের মধ্যে অর্থাৎ ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ সেবা বিধি প্রণয়ন করা না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রোরেল পরিষেবা বন্ধ থাকবে এবং ঢাকার জনগণ মেট্রোরেল পরিষেবা থেকে বঞ্চিত হলে চূড়ান্তভাবে দায়ী হবে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
Do Follow: greenbanglaonline24