তুরস্ক থেকে ট্যাংক কিনছে না বাংলাদেশ, ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার
ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ সম্প্রতি ‘ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েন করার পর বাংলাদেশ কেন তুর্কি ট্যাংক কিনতে চায়?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এ প্রতিবেদনটির তথ্য ভুয়া বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রেস উইং।
সিএ প্রেস উইং তাদের ফ্যাক্ট-চেকিং ভেরিফাইড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বাংলাদেশ তুর্কি ট্যাঙ্ক কেনার কোনো সিদ্ধান্ত নেয়নি।
মুখপাত্র বলেন,‘‘এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে’’।
” এর আগে ১০ জানুয়ারি ইন্ডিয়া টুডে ‘ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েন করার পর বাংলাদেশ কেন তুর্কি ট্যাঙ্ক কিনতে চায়?’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে তাতে বলা হয়, ভারতীয় সীমান্তের কাছে তুর্কি নজরদারীর ড্রোন বায়রাক্টার মোতায়েনের পর বাংলাদেশ ২৬টি তুর্কি তুলপার লাইট ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
Do Follow: greenbanglaonline24