• বাংলা
  • English
  • শিক্ষা

    ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ৯ দশমিক ৬৯

    ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আবদুল মতিন বুধবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

    প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মোট ১ লাখ ১৫ হাজার ২২৩ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে পাস করেছে ১১ হাজার ১৬৯ জন বা ৯ দশমিক ৬৯ শতাংশ। ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিটে বরাদ্দকৃত ২ হাজার ৯৩৪টি আসনে উত্তীর্ণ প্রার্থীরা ভর্তির সুযোগ পাবেন। ভর্তির তারিখ ওয়েবসাইটে পাওয়া যাবে।

    মানবিক বিভাগ থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছে বরিশালের অমৃতলাল দে কলেজের ছাত্র অয়ন চক্রবর্তী। সে মোট নম্বর পেয়েছে ১০৪। ঢাকা কলেজের ছাত্রী সৌম্য দীপ্ত মন্ডল বিজ্ঞান বিভাগ থেকে বিভাগ পরিবর্তন করে প্রথম হয়েছে ১০৩ নম্বর। ঢাকা কমার্স কলেজের ছাত্রী। আশিকুজ্জামান ৮৮ স্কোর করে ব্যবসায় শিক্ষায় প্রথম হয়েছেন। এর মধ্যে চারুকলা ইউনিটের পরীক্ষায় সোম্য দীপ্ত মণ্ডলও প্রথম হয়েছে।

    এসময় কোষাধ্যক্ষ প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সমন্বয়ক প্রফেসর ড.আব্দুল বাছির, অনলাইন ভর্তি কমিটির আহবায়ক মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।