ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কাছে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, পরিচয় অজানা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের ষোলঘর এলাকায় রেলওয়ে আন্ডারপাসের পাশে এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা সেখানে লাশ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে লাশটি ট্রেনের ধাক্কায় বিকৃত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিল। তবে নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পুলিশ জানিয়েছে, লাশ শনাক্তের চেষ্টা চলছে।