আবহাওয়া

ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি, বেড়েছে শীত

 

রোববার সারাদিন রাজধানী ঢাকার আকাশ ছিল মেঘলা। দু-একবার সূর্য মেঘের আড়ালে উঁকি দিলেও নিমিষেই হারিয়ে গেল। দুপুরেও কয়েক ফোঁটা বৃষ্টি পড়ে। তবে রাত ১০টা থেকে ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে রাতভর । এতে শীতের তীব্রতা আরও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই থেকে তিনদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে এমন আবহাওয়া বিরাজ করতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৩ জানুয়ারি) ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

আগামী তিনদিন রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও আবহাওয়া অধিদফতর পূর্বাভাস দিয়েছে।

মন্তব্য করুন