ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা!
ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে এখনও দাগ রয়েছে। এই ঝড় না কমতেই ডিসেম্বরে সরকার আরেকটি ঘূর্ণিঝড়ের ঘোষণা দেয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান জানান, সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করে জানান যে ঘূর্ণিঝড় সিত্রাং ভালোভাবে মোকাবেলা করা হয়েছে। তবে ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড় আসার আশঙ্কা রয়েছে। এ জন্য একই সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলন শেষে প্রতিমন্ত্রী বলেন, ডিসেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
প্রসঙ্গত, মঙ্গলবার রাত ১০টায় আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, এখনো নভেম্বরের পূর্বাভাস দিতে পারিনি। আমি কিভাবে ডিসেম্বর সম্পর্কে কথা বলতে পারি? অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর ঘূর্ণিঝড় মাস। সে হিসেবে প্রতিমন্ত্রী হয়তো ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের কথা বলেছেন। গত বছরও ডিসেম্বরে ঘূর্ণিঝড় হয়েছিল। সে অনুযায়ী আমরা প্রস্তুত।
এ প্রসঙ্গে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ডিসেম্বরে ঘূর্ণিঝড়ের ঝুঁকি খুবই কম। কারণ গত ১০০ বছরে শুধু ডিসেম্বর মাসেই দু-তিনটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে।