• বাংলা
  • English
  • বিবিধ

    ট্রাক  ট্রেনের ধাক্কা, নিহত ২

    যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক চালক ও হেলপার নিহত হয়েছেন।

    রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    নিহতরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারী এলাকার ট্রাক চালক পারভেজ (৫৫) ও মহেশপুর উপজেলার আজমপুর এলাকার হেলপার নাজমুল (৪০)।

    ফায়ার সার্ভিস জানায়, যশোর থেকে ভুসি বোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি চুড়ামনকাটি রেলক্রসিংয়ে পৌঁছায়। গেট নামানো না থাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রাকটি খুলনাগামী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। বিকট শব্দ শুনে দারোয়ান সজল ও আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে এসে ট্রাক চালক ও হেলপারের আহত লাশ দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধার করে।

    রেলওয়ে পুলিশের ওসি শহিদুল গণমাধ্যমকে জানান, মালামাল বোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশায় রেলক্রসিং পার হওয়ার সময় খুলনাগামী মেইলের সামনে পড়ে যায় এটি। ট্রেনের ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও তার সহকারী মারা যান।

    পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নেয়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।