বিবিধ

ঝিনাইদহে বল আনতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পানিতে ডুবে সীমান্ত নামে এক শিশুর মৃত্যু হয়। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১:৩০ মিনিটে মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সীমান্ত দাস (২)। সে মহেশপুর পৌরসভার গাড়াবাড়িয়া গ্রামের মধু দাসের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বুধবার দুপুরে শিশু সীমান্ত তার বাড়ির কাছে বল নিয়ে খেলছিল। এক পর্যায়ে বলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। সেই সময় বলটি পানি থেকে তুলতে গিয়ে সে পুকুরে পড়ে যায়। পরে তল্লাশির সময় পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না আসায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।