জুলাই সনদের আইনি স্বীকৃতি নিয়ে শঙ্কা ডা. তাহেরের
যারা নির্বাচিত সরকারের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে চান তাদের উদ্দেশ্য ভালো নয়, বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগরে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং ঘোষণাপত্রের মাধ্যমে পরবর্তী জাতীয় নির্বাচন সম্পন্ন করাসহ সাত দফা দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন। মো. তাহের বলেন, ‘বেশিরভাগ দল জুলাই ঘোষণাপত্র সম্পর্কে তাদের মতামত, ভিন্নমত এবং নোট দিয়েছে। সবকিছুতে ঐকমত্য হওয়ার পরেও একটি দল বলছে যে এর কোনও আইনি ভিত্তি নেই। তাহলে এই ঘোষণার কি কোনও আইনি ভিত্তি আছে? সরকার মৌখিকভাবে তা স্বীকার করছে, কিন্তু যদি সে অনুযায়ী বাস্তবায়ন না করে, তাহলে কি বিশ্বাস আছে? যারা সংস্কারের বিষয়ে ধোঁয়াশা তৈরি করছে তারা নির্বাচন বিলম্বিত করছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা প্রধান উপদেষ্টার মৌলিক দায়িত্ব এবং জনগণের প্রধান দাবি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারপর, এর আলোকে, পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।’ জামায়াতের নায়েবে আমির আরও বলেন, ‘এই সরকারের প্রথম সংস্কারের প্রয়োজন ছিল মন্ত্রী ও উপমন্ত্রীরা যেখানে বসেন সেই চেয়ারে। ৫৪ বছরে দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন পায়নি। আমরা নির্বাচন চাই, নির্বাচন নয়। জনগণের ভোটাধিকার আবার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ জামায়াত ইসলামীর সহকারী মহাসচিব মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জনগণের মতামতের বিরুদ্ধে কিছু করলে জনগণ তা মেনে নেবে না। পরবর্তী জাতীয় নির্বাচন অবশ্যই জনসংযোগ পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠিত হতে হবে।’