জি কে শামীম ও তার মায়ের দুর্নীতি মামলার রায় স্থগিত
বিতর্কিত ঠিকাদার জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের অবৈধ সম্পদ ও জ্ঞাত অঘোষিত সম্পদের মামলায় রায়ের তারিখ ৩০ জানুয়ারি পিছিয়ে দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো.রবিউল আলম এ তারিখ ঠিক করেন।
দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, “মামলাটি আজ রায়ের জন্য ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী রায় থেকে মামলা প্রত্যাহার করে আবার যুক্তিতর্ক উপস্থাপনের আবেদন করলে আদালত আবেদনটি মঞ্জুর করেন। তারা সংক্ষিপ্ত যুক্তি উপস্থাপন করেন। আমরাও জবাব দিয়েছি। তাই। আগামী ৩০ জানুয়ারি আবারও রায়ের দিন ধার্য করেছেন আদালত।’
২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মোঃ সালাহউদ্দিন।
২০২১ সালের ১৭ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মোঃ সালাহউদ্দিন আদালতে চার্জশিট দাখিল করেন।
১৮ অক্টোবর, ২০২২-এ, আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয়।
Do Follow: greenbanglaonline24