জাহাঙ্গীরের বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: স্থানীয় সরকারমন্ত্রী
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদে থাকবেন কি না সে বিষয়ে দু-এক দিনের মধ্যে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দলীয় প্রতীকে মেয়র নির্বাচিত হওয়ায় জাহাঙ্গীর আলম ওই পদে বহাল থাকতে পারবেন কি না জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, আইনে কী আছে তা পর্যালোচনা করেই বলা যাবে। এক বা দুই দিন সময় লাগতে পারে।
গত শুক্রবার সন্ধ্যায় মেয়র জাহাঙ্গীর আলমকে আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের অবমাননার দায়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ পাওয়ার পর এই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে জাহাঙ্গীর আলমকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা উপস্থিত ছিলেন।