আমাদের চট্টগ্রাম

জমিয়তুল ফালাহ মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মোহাম্মদ সাবির শাহ (মজিআ)-নবী করিম (সাঃ) এর আদর্শ অনুসরণকারী মুসলমানই প্রকৃত মুমিন

গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মোহাম্মদ সাবির শাহ (মজিআ)।


চট্টগ্রাম সিটি মেয়র ও জমিয়তুল ফালাহ মসজিদ কমপ্লেক্স উন্নয়ন ও মুসল্লি পরিষদের সভাপতি ডা. শাহাদাত হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল সাহেবজাদা সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মজিআ) ও সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ (মজিআ)।

প্রধান অতিথির বক্ত্যেবে পীরে বাঙ্গাল আল্লামা সৈয়্যদ মোহাম্মদ সাবির শাহ (মজিআ) বলেন, নবী করিম (সাঃ) এর আদর্শ অনুসরণকারী মুসলমানই প্রকৃত মুমিন। তিনি প্রত্যেকেই নবীর আদর্শ ও দিক্ষা অনুসরণ করার আহ্বান জানান। তিনি জমিয়তুল ফালাহ মসজিদে এশার নামাজে ইমামতি করেন।
পরিষদের সভাপতি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মাহফিলে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদুর রহমানের সাবির্ক তত্ত্বাবধানে মাহফিলে আরও উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের পরিচালক ড. শাহ এমরান,খতিব মাওলানা আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন, আবুল হাসেম বক্কর, ইয়াসিন চৌধুরী লিটন,শাহ আলম,আহমদুল আলম রাসেল, কামরুল ইসলাম, উপস্থিত ছিলেন আনজুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন, আনোয়ারুল হক, এম. এ হামিদ, অধ্যাপক কামাল উদ্দিন আহমেদ, আবদুল হাই মাসুম, দিলশাদ আহমেদ, হাফেজ ছালামত উল্লাহ,মাওলানা আহমদুল হক,জিয়া উদ্দিন খালেদ, শফিক আহম্মদ, মাঈনুদ্দিন মিঠু, সাহাবউদ্দিন,আব্দুল আউয়াল, জসিম উদ্দিন হিমেল, শফিক আহম্মদ, ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।