জব্দ করা হেরোইন হয়েগেল আচার!
প্রায় তিন বছর আগে র্যাব এক কেজি ২৯০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় র্যাব-৫ বাদী হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছে। মঙ্গলবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। কিন্তু তর্ক শুরুর আগেই জব্দকৃত নিদর্শনগুলো খুলে দেখা যায়, সেগুলো আচারের প্যাকেট!
নাটোরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মামলার তদন্তকারী কর্মকর্তাকে ২৫ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। শরীফ উদ্দিন।
নাটোর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ সেপ্টেম্বর নাটোরের সদর উপজেলার একডালা এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশির সময় মাসুম নামে এক যুবককে আটক করে র্যাব-৫। মাসুমের কাছে ৭টি প্যাকেটে কেজি ২৯০ গ্রাম হেরোইনের মতো পাউডার পাওয়া গেছে।
এ ঘটনায় র্যাবের ডিএডি রাজীব বাহাদুর বাদী হয়ে নাটোর সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেন। ওই মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন মাসুম।
সিরাজুল ইসলাম জানান, এ মামলায় ইতিমধ্যে ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মঙ্গলবার এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল। এর আগে আসামির আবেদনের প্রেক্ষিতে সিল করা প্রমাণের প্যাকেট খোলা হয়। কিন্তু প্রতীকের প্যাকেট খুললেই একটা আচার-অনুষ্ঠান প্রকাশ পায়।
আদালতের পিপি জানান, যুক্তিতর্কের আগের দিন জেলা জজ কারাগার পরিদর্শন করেন। এ সময় আসামি মাসুম বিচারকের কাছে প্যাকেটগুলো খোলার অনুরোধ করেন। মঙ্গলবার আদালতে যুক্তিতর্কের দিন বিচারকের নির্দেশে জব্দকৃত প্যাকেটগুলো খুলে দেখা হয়।